দুর্ঘটনা পরবর্তী এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন সেই দুর্ঘটনার কথা। তিনি বলেন, ‘চিত্রনাট্য ছিল, আমি রাস্তায় সাইকেল চালাচ্ছি। রাস্তাটা খুবই সরু। সেই সময়ে অন্য দিক থেকে আসছিল একটা টেম্পো। শ্যুটিংয়ের জিনিসপত্র টেম্পো করে স্পটে নিয়ে আসা হচ্ছিল। টেম্পো ড্রাইভার চোখের সামনে আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। স্টিয়ারিংয়ে হাত ছুঁয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকেন শ্যুটিং! তাতে যা হওয়ার, তাই হল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমার গায়ের উপরে চলে আসে! ব্রেক কষায় দুর্ঘটনা এড়িয়ে যাই।’
প্রচণ্ড ঘাবড়ে যাওয়া শাহরুখ হাঁসতে হাঁসতে বলেন, ‘ভেবেছিলাম মৃত্যু অবধারিত৷ তবে আল্লাহর ইচ্ছায় আমি জীবিত।’
এর আগের ‘ডর’, ‘ওম শান্তি ওম, ‘কয়লা’ ছবির শ্যুটিংয়ে দুর্ঘটনা কবলিত হয়েছিলেন বলিউডের কিং অব রোমান্স। তবে ‘মাই নেইম ইস খান’ সিনেমা করার সময় হাত ও শিড়দাঁড়ায় অনেক বেশী আঘাত পেয়েছিলেন যা আজও তিনি বয়ে বেড়াচ্ছেন।