ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয় ৩৮ প্রতিষ্ঠা বাষির্কী উদ্যাপনের জন্য দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ২২ নভেম্বর মঙ্গলবার সকাল সড়ে ৮টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। একই সময় বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। সকাল ৯টায় প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন। সকাল ১০টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। প্রশাসন ভবন চত্ত্বরে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করবেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। এরপর ভিসির নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর হতে ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও অফিস প্রধানসহসহ সকল বিভাগ, হল ও ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অফিসসমূহের কর্মকর্তা- কর্মচারীদের সমন্বয়ে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র, ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দিয়ে টিএসসিসি-তে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে সমবেত হবে।
শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী ও বিশেষ অতিথি থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। সভাপতিত্ব করবেন জাতীয় দিবসসমূহ উদ্যাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করবেন উপ-কমিটির আহ্বায়ক ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক। আলোচনাসভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে, যা পরদিন ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
দিবসটি উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর সন্ধ্যা হতে ২২ নভেম্বর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও হলসমূহ আলোকসজ্জিত করা হবে। সড়কসমূহ রঙ-বেরঙের পতাকাশোভিত করে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হবে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …