ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:কোরবানি ঈদে ‘বসগিরি’ ও ‘শুটার’ চলচ্চিত্রে অভিষেকের মধ্যদিয়েই রীতিমতো আলোচনায় চলে আসেন বুবলী। দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতাও তৈরি হয় তার। আর তাই দর্শক এখন অপেক্ষায় আছেন তার নতুন চলচ্চিত্রের জন্য। এরইমধ্যে বুবলী তৃতীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রের নাম ‘মা’। এটি নির্মাণ করবেন কালাম কায়সার।
চলচ্চিত্রটির গল্প আগেই লেখা ছিল। কিন্তু বর্তমানে তাতে বেশ কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। বুবলী জানান, নতুন বছরের শুরুতেই তার তৃতীয় চলচ্চিত্র ‘মা’র কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এতেও নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। এদিকে আজ বুবলীর জন্মদিন। জীবনের অন্যান্য জন্মদিনের চেয়ে এবারেরটি তার কাছে বেশি স্মরণীয় হবে বলেই তিনি মনে করেন। বুবলী বলেন, ছোটবেলা থেকেই বাবা-মা আমার জন্মদিন বেশ ভালোভাবেই উদযাপন করতেন। মনে আছে ছোটবেলায় নাচের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। সু্কল থেকে পুরস্কার পাওয়ার পর
বাসায় ফিরেও আমি আব্বুর কাছ থেকে উপহার পেয়েছিলাম। কারণ সেদিন আমার জন্মদিন ছিল। একই দিনে
এতো উপহার পাওয়া ছিল জীবনের স্মরণীয় ঘটনা।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …