ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি: নিখোঁজের ১৮ দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি লক্ষ্মীপুর থেকে হারিয়ে যাওয়া শিশু আব্দুল্লাহ (৪)। নিখোঁজ আব্দুল্লাহ রায়পুর উপজেলার বামণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিলনদের বাড়ীর মো: হানিফের শিশু পুত্র। এব্যপারে রায়পুর থাানায় ৩ নভেম্বর শিশুটির মা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। রবিবার (২০ নভেম্বর) ভুক্তভোগি পরিবার লক্ষ্মীপুর থেকে প্রকাশিত নতুন পথ সম্পাদকীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদসম্মেলনে শিশুর মা আমেনা বেগম (খুকি) লিখিত বক্তব্যে বলেন, বিগত ২ নভেম্বর বুধবার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের নিজ বাড়ীর সন্নিনিকটে ভূঁইয়ার হাট বাজার হতে সন্ধ্যা ৬ টা থেকে আবদুল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করে ও তাকে না পেয়েগত ৩ নভেম্বর রায়পুর থানায় নিখোঁজ ডায়েরী করি। এতে কোন ফল না পেয়ে ২০ নভেম্বর পুলিশ সুপার বরাবর দরখাস্ত প্রদান করি। সংবাদসম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ দিন যাবত উপজেলার একই গ্রামে তকিম উদ্দিনের ছেলে সুলতান, তার পুত্র ফরহাদ, লুৎফুর রহমানের ছেলে জয়নাল, হারুনের ছেলে ইমন, কৈতরী, কুসুম ও জাবেদদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় তারা আমাদের পরিবারদের হুমকী-ধুমকী দিয়ে আসছিল। ঘটনার ৫ দিনের মধ্যে আমার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করে দিবে বলে জাবেদ আশ্বাস দিয়ে আসছে। কিন্তু তার দেওয়া সময় পার হলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।
প্রশাসনের কাছে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবি জানিয়েছে ওই পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, শিশুর মা আমেনা বেগম, বাবা মো: হানিফ , স্থানীয় প্রতিবেশি আবু তাহের সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …