ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে আজ মুখোমুখি বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। চট্টগ্রামে আজ একমাত্র ম্যাচে সন্ধ্যা পৌনে ছয়টা মাঠে নেমেছে দু’দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করেছে খুলনা টাইটান্স। জিততে হলে এই রান তাড়া করতে হবে মুশফিকের বরিশালকে।
২৬ বল মোকাবেলায় ২ চার ও ৩ ছক্কায় আজ খুলনার হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি এসেছে মাহমুদউল্লার ব্যাট থেকে। খুলনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন রিকি ওয়াসেলস। ২৯ বল খেলে চারটি ৪ ও ১টি ছক্কায় এ ইনিংসের পর রায়াদ এমিরিতের বলে বোল্ড হন অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার। ওপেনার হাসানুজ্জামান করেন ১৯ রান। এছাড়া ২৬ রান করে অপরাজিত ছিলেন আরিফুল হক।
বল হাতে বরিশালের হয়ে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান রায়াদ এমিরিত ও থিসারা পেরেরা।
তারকা সমৃদ্ধ দল না হওয়া সত্বেও বিপিএলের এবারের আসরে একের পর এক ম্যাচ জিতে চমক উপহার দিয়ে চলছে মাহমুদউল্লার খুলনা। শনিবার দলীয় অধিনায়ক মাহমুদউল্লার ব্যাটে চেপেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে খুলনা। আজ তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই বরিশালের মুখোমুখি তারা।
অন্যদিকে বরিশাল বুলস খুব সমৃদ্ধ না হলেও অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসকে সঙ্গে নিয়ে দল টেনে নিয়ে যাচ্ছেন মুশফিক। দলকে এনে দিয়েছিলেন টানা তিন জয়। এরপর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ হারলেও দু’দিন বিরতির পর আজ খুলনার বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে মুশফিকের বরিশাল।