ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:নিজেদের ষষ্ঠ ম্যাচে বরিশাল বুলসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো খুলনা টাইটান্স। রোববার চট্টগ্রামে দিনের একমাত্র ম্যাচে মুশফিকুর রহিমের দলকে ২২ রানে হারিয়েছে তারা। ৬ ম্যাচের পাঁচটি জিতে তাদের পয়েন্ট ১০। সমান সংখ্যক ম্যাচে ঢাকা ডয়নামাইটস ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় অবস্থানে। এছাড়া এক ম্যাচ কম খেলেও ৮ পয়েন্ট সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।
আজ আগে ব্যাট করে দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় খুলনা টাইটান্স। রিয়াদের ২৬ বলে ঝড়ো ৪৪ রানের ইনিংসের সুবাদে বরিশাল বুলসের সামনে ১৫২ রানের টার্গেট দেয় তার দল। জবাবে ১২৯ রানে অলআউট হয় বরিশাল বুলস। মাহমুদউল্লাহ রিয়াদ ২ চার ও ৩ ছক্কায় ৪৪ রান করে বাহাতি স্পিনার তাইজুলের বলে পাকিস্তানি রিক্রুট রুম্মান রাঈসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। টস হেরে ব্যাট করতে নেমে খুলনার শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। দলীয় ৫ম ওভারে তাইজুলের জোড়া শিকারে পরিণত হন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও হাসনুজ্জামান। এরপর রিকি ওয়েসেলসকে নিয়ে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান মাহমুদউল্লাহ। রিকি ওয়েসেল করেছে ২৯ বলে ৪০ রান করেন। অন্যদের মধ্যে আরিফুল হক ২৬ রান করেন। বরিশালের পক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়েছে তাইজুল।
১৫২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানে দুই উকেট হারায় বরিশাল। এরপর দারুণ ফর্মে থাকা শাহরিয়ার নাফিস ও মুশফিকুর রহিম জয়ের পথে হাঁটার চেষ্টা করেও সফল হননি। নাফিস ব্যক্তিগত ২৮ রান করে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক(৬ ম্যাচে ২২৪) হলেও দলের জয় এনে দিতে পারেননি। মুশফিক আউট হয়েছেন ৩৫ রানে। অন্য ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। খুলনার হয়ে ১৭ রানে চার উইটেক নিয়ে ম্যাচ সেরা শফিউল ইসলাম। এর মাধ্যমে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারি শফিউল।