ক্রাইমবার্তা রিপোট:সখিপুর প্রতিনিধি: দেবাহাটায় খামার যান্ত্রিক করণের লক্ষে চক-মাহম্মুদআলীপুরে আধুনিকযন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপনে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সখিপুরের চক-মাহম্মুদআলীপুরে গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এটিএম জামাত আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা সাহজাহান আলী, উপ-সহকারি কৃষিকর্মকর্তা ইব্রাহিম খলিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষিকর্মকর্তা মোহাম্মাদালী। এসময় আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষের ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্বদ্ধ করার কথা বলা হয়। তাছাড়া কৃষকদের আগ্রহ অনুযায়ী এই উন্নত প্রযুক্তি সরকারি ভাবে কম খরচে প্রদান করার হবে জানান কর্মকর্তারা।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …