ইসরাইলী কারাগারে ৩৫০ ফিলিস্তিনী শিশুর দুর্বিষহ জীবন যাপন

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট: ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অন্তত ৩৫০ ফিলিস্তিনী শিশু বন্দী অবস্থায় রয়েছে বলে ফিলিস্তিনের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে। গতকাল রোববার ইসরাইলিরা যখন বিশ্ব শিশু দিবস উদযাপন করছে তখন তাদেরই কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছে শত শত ফিলিস্তিনী শিশু।

প্যালিস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৫ সালে কুদস ইন্তিফাদা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলী সেনারা প্রায় ২০০০ ফিলিস্তিনী শিশুকে ধরে নিয়ে গেছে যাদের মধ্যে এখনও ৩৫০ শিশু বন্দী রয়েছে। এসব শিশুর মধ্যে অনেক মেয়েশিশু রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এনজিওটির বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের হাতে শিশু অধিকার লঙ্ঘন এখন ‘মারাত্মক অপরাধের’ পর্যায়ে চলে গেছে। আটক শিশুদের জিজ্ঞাসাবাদের সময় অভুক্ত রাখা, নির্যাতন ও গালিগালাজ করা এখন ইসরাইলী সেনাদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বিবৃতিতে আহমাদ মুনাসারা নামের ১৪ বছরের এক ফিলিস্তিনী শিশুর নাম উল্লেখ করা হয়েছে যাকে সম্প্রতি কাল্পনিক অভিযোগে ১২ বছরের কারাদন্ড দিয়েছে একটি ইসরাইলী আদালত। ইহুদিবাদীদের নির্যাতন থেকে ফিলিস্তিনী শিশুদের রক্ষা করার জন্য ইউনিসিফের প্রতি আহ্বান জানিয়েছে প্যালিস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব।

Check Also

চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।