ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি জামিনে মুক্তি পেয়েছেন। রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ জেলার নাশির আহমেদ জানান, আব্দুর রহমান বদি জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পর যাচাই বাছাই শেষে রাত পৌণে ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
এর আগে গত ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এমপি বদিকে ছয় মাসের জামিন দেন। পরে ১৭ নভেম্বর ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদুকের দায়ের করা মামলায় গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদ- দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদ- দেওয়া হয়।