ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সকালে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়ি মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেমে শেষ হয়। সমাবেশে গাজীপুর পৌর বিএনপির সেক্রেটারী ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাখওয়াত হোসেন সেলিম, জয়নাল আবেদিন তালুকদার, নাসির উদ্দিন, কাউন্সিলর শিপু, খান শহিদুল তাজ উদ্দিন তাজু, নাজমুল খন্দকার সুমন, মোশারফ হোসেন, হারুন অর রশিদ, মোনায়েম খন্দকার, বেলায়েত হোসেন রনি প্রমুখ। বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের দাবী জানান।
Check Also
সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …