দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টা পর কারাগারে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র

ক্রাইমবার্তা রিপোট: দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বছরের ৩১ ডিসেম্বর নির্বাচিত হওয়ার ১১ মাসের মাথায় হাইকোর্টের আদেশে তিনি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানরে কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
 5

দুপুরে তিনি পৌরসভা থেকে বের হয়ে একটি বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নজরুল ইসলামের আইনজীবী আব্দুর ওদুদ ও.শফিক এনায়েতুল্লাহ জানান, চলতি বছরের ২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আসামি করা হয় নজরুল ইসলামকে। সেই মামলায় তিনি দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে আত্মসমর্পণ করেন।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।