নওগাঁয়শিশুটিকে বাঁচাতে কেউ কি এগিয়ে আসবেন নওগাঁয় অজ্ঞাত রোগে আক্রান্ত মেহেদী বাঁচতে চায় (টাকার অভাবে বন্ধ আছে চিকিৎসা) –

ক্রাইমবার্তা রিপোট:জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃফলোআপঃ-শিশুটিকে বাঁচাতে কেউ কি এগিয়ে আসবেন। নওগাঁর নয় বছরের মেহেদী হাসান। এ বয়সে যার লেখাপড়া করা এবং গ্রামের পথে ঘাটে হৈ হুল্লর আর টো-টো করে বন্ধুদের সাথে খেলাধুলা করে সময় কাটানোর কথা। কিন্তু সে কিনা জন্মের পর থেকে অজানা এক রোগে আক্রান্ত। পারে না হাঁটতে। খেলাধুলা তো অনেক বড় ব্যাপারকাছে। নিজের হাতে খেতেও পারে না। অজানা রোগ বাসা বেঁধেছে তার সাড়া শরীরে। জন্মের পর থেকে এ রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছে এই শিশুটি। এ রোগের কষ্ট ভোগ করে জীবনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, আর তার সাথে জীবনটা বিশিয়ে উঠেছে। 28
এরি মাঝে এই দীর্ঘ ৯ বছর সময় চলে গেলেও এখন পর্যন্ত কোন চিকিৎসকগণ মেহেদী হাসান কি রোগে আক্রান্ত হয়েছে তার সঠিক নির্ধারণ করতে পারেননি। এদিকে মেহেদীর বাবা দরিদ্র ভ্যান চালক আবুল কালাম আজাদ ও মা গৃহিনী জাহানারা বেগমের ছোট ছেলে মেহেদীকে কত দিন বাঁচিয়ে রাখতে পারবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই সাথে ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
মেহেদীর পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করেও কোন ভাতা ও আর্থিক সহযোগিতা না পেলেও শুধু মাত্র আশ্বাস পেয়েছেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ২৮ মে ২০০৭ সালে নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কালামের ঘরে জন্ম নেয়। জন্মের পর থেকেই মেহেদীর শরীর ধবধবে সাদা। তখন চিকিৎসকের কাছে গেলে ‘রক্ত শূণ্যতা’ বলে চিকিৎসারা জানিয়েছেন। জন্মের ১২/১৫ দিন পর থেকেই মেহেদীর শরীরে হাত-পায়ে ফাটা ও চর্চারা ( এক ধরনের প্রলেপ) দেখা দেয়। দিন পর মেহেদীর অস্থিরতা বাড়তে থাকে। এরপর শরীরের বিভিন্ন স্থানে ফেটে যাওয়া শুরু করে। শুরু হয় প্রচন্ড কান্নাকাটি। বিভিন্ন চিকিৎসক ও কবিরাজের কাছে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কেউ তার রোগে সঠিকভাবে চিহ্নি করতে পারেননি। শুধুই টাকা খরচ করেছেন।
মা জাহানারা বেগম বলেন, দিন দিন মেহেদী বড় হতে থাকে। সাথে বাড়তে থাকে তার শরীর ফেটে যাওয়া। সাধ্যের মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেলের চিকিৎসা করানো হয়। কিন্তু রোগটি অজানাই থেকে যায়। একা খেতে পারে না। কিছু ধরতেও পারে না। কারে সাথে খেলাধুলা করতে এমনকি ঠিক মতো শুয়ে থাকতে পারে না। তার সেবা যতœ নিজেকে করতে হয়। তবে শীতের সময় বেশি সমস্যা হয়। গায়ে জামা কাপড় পরে থাকলে খুবই অসুবিধা হয়। শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্ত বের হয়ে যায়। এতে জামা-কাপড়গুলো শরীরে লেগে যায়। এতে ব্যাপক কষ্ট হয়। অন্যদিকে শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। তবে গরমে একটু ভালো থাকে। 29
মেহেদী হাসান জানায়, সে অন্য ছেলে-মেয়ের মতো খেলতে, পড়তে, বাঁচতে চায়। কিন্তু শরীরের কারণে সে ঠিক মতো হাঁটতেও পারে না। নিজে খেতেও পারে না।
মেহেদীর বাবা আবুল কালাম আজাদ জানান, তার বাড়ীর জায়গা ছাড়া কিছুই নেই। ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। সেখানে মেহেদীর চিকিৎসা করতে ঋণ করতে হচ্ছে। আবার কষ্ট করে ভ্যান চালিয়ে যে টাকা পেয়ে থাকেন সেই টাকা দিয়ে সাধ্যের মধ্যে বিভিন্ন ভাবে এ পর্যন্ত চিকিৎসা দিচ্ছেন। কিন্তু টাকার অভাবে ১ বছর থেকে আর চিকিৎসা করানো এবং ভাল কোন ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না। এমনকি রোগটা অজানা হওয়ায় বিভিন্ন ভাবে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব হচ্ছে না। ছেলের জন্য খুবই কষ্ট হয়।
তিনি আরো বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিত্তবানদের কাছে গিয়েছি তার ছেলের নামে প্রতিবন্ধি ভাতা বা চিকিৎসার জন্যে আর্থিক সাহায্যে নেয়ার জন্যে। সমাজের বিত্তবানদের কাছ থেকে নগদ সামান্য কিছু টাকা পেলেও ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাওয়া যায়নি। শুধু আশ্বাস দিয়েছেন প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেবেন।
স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান খান জানান, দুই বছর আগে সাবেক চেয়ারম্যান ও সদস্যদের কাছে সুপারিশ করেছিলাম প্রতিবন্ধি ভাতা দেয়ার জন্যে। কিন্তু কেন দেয়া হয়নি তার জানা নেই। তিনি আরো বলেন, এখন পর্যন্ত সরকারি কোন প্রতিবন্ধি ভাতা দেয়ার নির্দেশনা আসেনি। সরকারি নির্দেশনা এলেই দ্রুত তাদের পরিবারকে সহয়তা দেয়া হবে। মেহেদীর উন্নত চিকিৎসার জন্যে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সরকারের কাছ থেকে সহযোগিতা দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।30
নওগাঁ সিভিল সার্জন ডা. মোহাজার হোসেন বুলবুল জানান, বিষয়টি তার জানা নেই। তবে দ্রুত উধ্বর্তন কর্তপক্ষের সাথে আলোচনা করে মেহেদীর জন্যে কি করা যায় আলোচনা করা হবে।
জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, তাদের খোঁজ নিয়ে চিকিৎসা বাবদ সরকারি সুযোগ সুবিধাসহ অন্যান্যে সুযোগ-সুবিধা দিতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে দেয়া হবে।

 

 

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের ঐহিত্যবাহী প্যারীমোহন সাধারণ গণগ্রন্থ’াগারে এ আলোচন করে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদ।
পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, উপদেষ্টা মুর্ত্তজা রেজা, সাধারণ সম্পাদক এমএম রাসেল, মীর আব্দুল বারিক সাচ্চু প্রমুখ।
বক্তরা বলেন, নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন কবি সুফিয়া কামাল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। বহুমুখী গুণের কারণে বাংলার মানুষ তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত হন।
শুরুতে কবি’র আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কবি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।