ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : মিসরের একটি আদালত আরেকটি মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি দিয়েছে। এর আগে একটি মামলায় তাকে দেয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে রেহাই দেয়া হয়েছিল।
আদালত উভয় মামলা নতুন করে বিচার করার নির্দেশ দিয়েছে।
মিসরের আপিল আদালত মঙ্গলবার ফিলিস্তিনি গ্রুপ হামাসের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেয়া মৃত্যুদণ্ডাদেশ রদ করে। ওই মামলায় মুসলিম ব্রাদারহুডের ২২ জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধরনের সাজা দেয়া হয়েছিল। এখন তাদের সব সাজা বাতিল হয়ে গেল। তাদের নতুন করে বিচার হবে। সাজাপ্রাপ্তাদের মধ্যে ছিলেন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিও।
সূত্র : গালফ নিউজ