ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএলের) এবারের আসরের চট্টগ্রাম পর্ব। আজ মঙ্গলবার স্বাগতিক চিটাগং ভাইকিংস বনাম বরিশাল বুলসের ম্যাচ দিয়ে পর্দা নামে বিপিএলের চট্টগ্রাম পর্বের। আগামী ২৫ নভেম্বর রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে ঢাকায় ফিরবে টুর্নামেন্টের চতুর্থ আসর। সেখান থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে ৫টি জয় নিয়ে নাইম ইসলাম-আফ্রিদির দলের সংগ্রহ ১০ পয়েন্ট। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও তাদের সংগ্রহ সমান ১০ পয়েন্ট। নেট রান রেটে তারা পিছিয়ে আছে রংপুরের চেয়ে।
৭ ম্যাচের চারটিতে জিতে ঢাকা ডায়নামইটসের সংগ্রহ ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিব আল হাসনের দলটি। আর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে চিটাগং ভাইকিংস। পাঁচে আছে বরিশাল বুলস, তাদের সংগ্রহ ৭ ম্যাচে ছয় পয়েন্ট।
৬ ম্যাচের দুইটিতে জিতে চার পয়েন্ট পেয়েছে রাজশাহী কিংস, অবস্থান ছয়ে। আর পয়েন্ট টেবিলের সবার নিচের দলটি গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির দল ৭ ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র ২ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের সেরা চারটি দল খেলবে টুর্নামেন্টের পরের রাউন্ডে। প্রথম ও দ্বিতীয় দলের মধ্যকার কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল পাবে দ্বিতীয় এলিমেনটর ম্যাচে খেলার সুযোগ। সেখানে তাদের মোকাবেলা করবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যেকার প্রথম এলিমেনেটর ম্যাচের জয়ী দল। দ্বিতীয় এলিমেনেটরে জয়ী দল যাবে ফাইনালে।