ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :জাপানের ফুকুশিমা উপকূলে আজ মঙ্গলবার ভোরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর পরই প্রশান্ত মহাসারগীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকা থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া একটি পরমাণু চুল্লির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সুনামি সতর্কতায় বলা হয়েছে, এর কারণে উপকূলীয় এলাকায় ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।
জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় (২১ জিএমটি সোমবার) ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২০১১ সালে জাপানের ওই এলাকায় ৯.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার জের ধরে ভয়াবহ সুনামি হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। সে সময় সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়।