ক্রাইমবার্তা রিপোট:মো:নজরুল ইসলাম, ঝালকাঠি:: ঝালকাঠি শহরের মুসলিম গিণি হাউজ নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দোকান মালিকের ছেলে হাসান ইমাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে ৪২ ভরি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের ডাক্তারপট্টি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীসহ ছয় জনকে আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে। মামলা আসামীরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. তৌহিদুল ইসলাম ও একই গ্রামের এসাহাক হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম। এছাড়াও মামলায় ৭/৮জনকে অজ্ঞাত আসামী করা হয়। এদিকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঘটনার পরপরই গ্রেপ্তার হওয়া শান্তা ইসলাম, কাজী রানা, রুবেল হাওলাদার ও মো. সনি নামের চারজনকে। ডাকাত গ্রেফতার ও স্বর্নলংকার উদ্ধারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মাদ আব্দুর রকিব,ডিবির ওসি কামরুজ্জান,সদর থানার ওসি মাহে আলম ও সেকেন্ড অফিসার আব্দুল হালিম তালুকদারের ভুমিকা গুরুত্বপুর্ন ছিল বলে জনাগেছে।
প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণে জানাযায়, সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় ৭/৮ জন মুখোশধারী চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্রসহ মো. শাহজাহান হাওলাদারের স্বর্ণের দোকান মুসলিম গিণি হাউজে প্রবেশ করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা দোকানের শোকেজে থাকা ৫০ লাখ ৭ হাজার ৫২৯ টাকামূল্যের স্বর্ণালংকার লুটে নেয়। পরে তারা তিনটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ডাকাতরা দোকানের সেলসম্যান সুরেশ চন্দ্রদাসকে রক্তাক্ত জখম করে। ডাকাতির খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাবখান টোলপ্লাজার পূর্বপাশ থেকে ডাকাতদের ধাওয়া করে তৌহিদুল ইসলাম ও সিরাজুল ইসলামকে স্বর্ণালংকারসহ আটক করে। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সুপার জোবায়েদুর রহমান বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। ডাকাতদের পৃথক ডাকাতি ও বিষ্ফরক আইনে দুইটি মামলায় অন্য গ্রেপ্তারকৃত চারজনকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
Check Also
সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …