মুঠোফোনে ডেকে নিয়ে দুই ছাত্রীকে রাতভর গণধর্ষণ

ক্রাইমবার্তা রিপোট:ধামরাই প্রতিনিধি:29 প্রেমের ফাঁদে ফেলে দুই স্কুলছাত্রীকে মুঠোফোনে ডেকে এনে মুখ ও হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ করেছে একদল লম্পট। ঢাকার ধামরাইয়ের ফুটনগরে প্রস্তাবিত আবাসিক এলাকার পরিত্যক্ত ঘরে সোমবার রাতে ঘটনাটি ঘটে। দফায় দফায় ধর্ষণের ফলে ছাত্রীরা জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা তাদের মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। শেষ রাতে একজনের জ্ঞান ফিরলে চিৎকার করে। আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ গতকাল চারজনকে আটক করে। তারা হলো ফুটনগর দ্বিতীয় খণ্ড গ্রামের ইকবাল হোসেন, সুমন মিয়া; সাভারের তারাপুর মসজিদ গ্রামের সাকিব হাসান সুরুজ ও আকাশ মিয়া। অভিযুক্ত আরও তিনজন পলাতক বলে জানায় পুলিশ। এ ব্যাপারে এক ছাত্রীর বাবা ধামরাই থানায় মামলা করেছেন। ভুক্তভোগী দুই ছাত্রী ও পুলিশ জানায়, ইকবাল হোসেন ও সুমন মিয়া সাভারের ব্যাংক কলোনি এলাকার দুই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর সূত্র ধরে সোমবার সন্ধ্যায় মুঠোফোনে ওই ছাত্রীদের ফুটনগরে নিয়ে যায় তারা। সেখানে ইববাল ও সুমনের আরও পাঁচ বন্ধু অপেক্ষা করছিল। সাত বন্ধু মিলে দুই তরুণীর মুখ-হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, গ্রেফতাররা দুই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতকদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। –

Check Also

খুলনায় থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আদালতে

কেসিসির ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।