ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো :
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলার পরিষদ হলরুমে মাদকমুক্ত শ্যামনগর গঠনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এ, ডি, শেখ মোঃ হাসেম আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলহাজ্জ্ব সৈয়দ ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক এস, এম, আতাউল হক দোলন। বক্তব্য পর্বের শুরুতেই জেলা মাদকদ্রব্য নিয়ণ্ত্রন অধিদপ্তরের এ, ডি, হাসেম আলী মাদকের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহ ছোবল দেশকে মেধাশুন্য করে তুলবেন যেকোন মূল্যের বিনিময়ে শ্যামনগর উপজেলাকে মাদক মুক্ত করতে হবে। তিনি আগামী তিন মাসের মধ্যে শ্যামনগরকে মাদক মুক্ত ঘোষনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাদক মুক্ত শ্যামনগর গঠনে গৃহীত সিদ্ধান্ত গুলি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দৃষ্টিপাত পত্রিকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক বৃন্দ, ইমাম, পুরহিত, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠার প্রতিনিধি বৃন্দ।
শ্যামনগরে শিক্ষক অনিমেষ মন্ডলের স্মরণ সভা
শ্যামনগর ব্যুরো ঃ
বুধবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নিজস্ব হল রুমে বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের নন এমপিও ভুক্ত সহকারী শিক্ষক অনিমেষ কুমার মন্ডলের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি নির্মলেন্দু মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, সেকায়েপ প্রতিনিধি কৃষ্ণ কুমার সরকার, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুপদ কুমার বৈদ্য,লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সাবেক ইউপি সদস্য তেজোময় মন্ডল,ডাঃ তপন কুমার মন্ডল, ডাঃ অবনী কুমার মন্ডল,বাদল মন্ডল,রুহুল কুদ্দুস প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য,সহকারী শিক্ষক জি এম মিজানুর রহমান,ছাত্রী সম্পা রানী, প্রিয়া রানী, হোসনেয়ারা, অমিনা খাতুন, খাদিজাতুল কোবরা,্ঋতুপর্ণা প্রমুখ।ধর্মীয় সঙ্গিত পরিবেশন করেন শিক্ষক শিখা রানী। ভাব গাম্ভীর্য পরিবেশে সমগ্র অনুষ্টানটি সম্পন্ন করা হয়।