‘মনের রাজার খবর জানি না’

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই পিয়া বিপাশা

পিয়া বিপাশা

অভিনেত্রী।‘রুদ্র দ্য গ্যাংস্টার’ শিরোনামের সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। তারপর কয়েকটি সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে কাজগুলো করা হয়ে ওঠেনি এ অভিনেত্রীর।গত বছর আগস্টে চিত্রনায়ক শাকিব খানের কু-প্রস্তাবসহ বিভিন্ন কারণ দেখিয়ে ‘রাজনীতি’ শিরোনামের সিনেমা থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। এরপরই তিনি ‘মনের রাজা’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন।২০১৫ সালে ১০ অক্টোবর এ অভিনেত্রী ‘মনের রাজা’ শিরোনামের সিনেমার কাজ শুরু করেন। রকিবুল আলম রকিবের নির্মিতব্য এ সিনেমায় পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটির দুটি গানের কাজও শেষ হয়েছে। তারপর দীর্ঘ এক বছর কেটে গেলেও এ সিনেমার কোনো শুটিং হয়নি। এমনকি কোনো আলোচনা নেই।সিনেমাটির বর্তমান অবস্থা সম্পর্কে পিয়া বিপাশা রাইজিংবিডিকে বলেন, “‘মনের রাজা’ সিনেমার খবর জানি না। তবে এ সিনেমার দুটি গানের কাজ শেষ হয়েছে।’

 

piya_inner

 

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক  বলেন, ‘“মনের রাজা” সিনেমাটি প্রযোজকের সমস্যার কারণে শুটিং পিছিয়ে গেছে। এ বছর এ সিনেমার শুটিং হবে না। তবে কবে শুটিং শুরু করব তাও এখন বলতে পারছি না।’গত বছরের ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর শ্রুতি স্টুডিওতে কণ্ঠশিল্পী কোনাল-প্রতিক হাসানের গানের রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। গানটির কথা ও সুর করেছেন প্লাবন। এরপর ১০ অক্টোবর থেকে পিরোজপুরে একটানা ১০ দিনের শুটিং অনুষ্ঠিত হয়।সিনেমার গল্পে দেখা যাবে- জমিদার পরিবারের অহংকারী মেয়ে মন। তিনি লন্ডনে বড় হয়েছেন। সেখান থেকে গ্রামে ফিরে আসেন। অন্যদিকে রাজা গ্রামের প্রতিবাদী ছেলে। তিনি মনের অহংকারী মনোভাবকে সহ্য করতে পারেন না। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।সিনেমাটির মন চরিত্রে অভিনয় করছেন পিয়া বিপাশা এবং রাজা চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজ করছেন পিয়া বিপাশা।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।