ভিল্লাভারায়ণ ও কনওয়ের উপস্থিতিতে একটা স্টাম্পকে লক্ষ্য বানিয়ে একাডেমি মাঠের মাঝ উইকেটে সাদা বলে মোস্তাফিজ আর লাল বলে ইবাদত শুরু করলেন বোলিং। নতুন বলে বোলিং করতে স্বচ্ছন্দ বোধ করেন বলেই সাদা বল হাতে তুলে নেওয়া ‘ফিজে’র। প্রথমে ছোট রানআপে, পরে বড় রানআপে—মোট ৪ ওভার বোলিং করেছেন এই ২১ বছর বয়সী পেসার।
ইবাদত একবার স্টাম্প উড়িয়ে দিতেই পেছন থেকে কে যেন হাততালি দিলেন। আড়চোখে তাঁকে একবার দেখে পরের বলেই অদৃশ্য ব্যাটসম্যানকে বোল্ড করে দিলেন মোস্তাফিজও! চ্যালেঞ্জ উতরে যেতে কতটা সক্ষম সেটিই যেন করে দেখালেন। তা আসল মাঠে কবে দেখা যাবে দুর্দান্ত মোস্তাফিজকে?
পরশু সন্ধ্যায় ঢাকায় এসেছেন কনওয়ে। কাল প্রথম কর্মদিবসে কাজ করেছেন মোস্তাফিজের সঙ্গে। বাঁহাতি পেসারকে নিয়ে নতুন ফিজিও অবশ্য পুরোনো কথাই শোনালেন, ‘ওর ব্যথাটা সম্ভবত মাঠে পড়ে গিয়ে অথবা লাফিয়ে পড়ে পাওয়া, বোলিং করে নয়। আশা করছি, বোলিং করাটা অতটা ঝুঁকির হবে না। চোটটা বোলিং থেকে হলে অন্য কথা ছিল। তবে যেহেতু মনে হচ্ছে যন্ত্রণাদায়ক চোট, শুধু বোলিং নিয়েই কাজ করছি।’
বোলিং শেষে ফিজিওকে কাঁধ দেখিয়ে কী যেন বললেন মোস্তাফিজ। অনুশীলন থেকে ফেরার সময় এ নিয়ে জানতে চাইলে তাঁর সেই একই উত্তর, ‘কিচ্ছু জানি না।’ বিসিবির চিকিত্সক দেবাশিস চৌধুরী দুই দিন আগেই জানিয়েছেন, ছুটিতে যাওয়ার আগের অনুশীলনে মোস্তাফিজ সর্বোচ্চ ৫০ শতাংশ দিয়ে বোলিং করেছেন। তবে আগের পরিকল্পনা অনুযায়ী কাল থেকে বেড়েছে অনুশীলনের মাত্রা।