চিনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ধসে নিহত ৪০

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :চিনের পূর্বঞ্চলীয় জিয়াংজি প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে অন্তত ৪০ জনের মৃত‌্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে  ফেংচেং বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনও অজ্ঞাতসংখ‌্যক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।13

গত তিন দশকে অত‌্যন্ত দ্রুততায় অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া চিনে শিল্পক্ষেত্রে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায় যথাযথ নিরাপত্তা ব‌্যবস্থা না নেওয়ার কারণে। গত বছর বন্দরনগরী তিয়ানজিনে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে ১৭০ জনের মৃত‌্যু হয়।

আর গত আগস্টে হুবেই প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে বিস্ফোরণে নিহত হন ২১ জন।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।