ক্রাইমবার্তা রিপোট:মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে সাড়ে ৪ মন ঝাটকা ও ২টি ট্রলার জব্দ করেছে র্যাব-৮। এ সময় আটক ৩ জনকে এক বছর করে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোরে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সাড়ে ৪ মন ঝাটকা ও ২টি ট্রলার জব্দ করা হয়। এরপর আটক জুলহাস সরদার (৩০), জহিরুল শিকদার (৪৫) ও কালু আকনকে (৪৪) এক বছর করে মৎস আইনে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে। পাশাপাশি দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …