ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টী সাতক্ষীরা জেলা সংসদের চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ উপলক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুভ যাত্রা শুরু হয়ে জেলা অফিসার্স ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদীচী শিল্পী গোষ্টীর সাতক্ষীরা জেলার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল আলম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডি এম শাহিদুজ্জামান। উদীচী কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য মামুন অর রশিদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাক্ষ আনিছুর রহিম, সুভষ সরকার। অনুষ্ঠানটি সায়েম ফেরদৌস মিতুল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দিলারা বেগম। বিশিষ্ট কবি ও সাহিত্যিক পল্টু বাসার, জেলা জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আবুল হোসেন, শিল্পী আবু আফফান রোজ বাবু, কবির উদ্দিন আহম্মেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন সেচ্ছাচারি স্বাধিনতায়, বিপন্ন মানবতায় সাংস্কৃতিক আন্দোলনে আসবে সমতা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্যেমে সমাজে পদার্পন করবে সমাজতান্ত্রিক আন্দোলন। সেই লক্ষ্যে উদীচী শিল্পীগোষ্ঠি কাজ করে যাচ্ছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …