ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। সাবেক মন্ত্রী কেলেরো অনুরোধে তিনি আরেকজন মন্ত্রীর বিলাসবহুল এ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমতি দিয়ে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছে বিরোধী দল।
ঐতিহাসিক সালভাদোর এলাকায় একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্ট নির্মাণ করতে চেয়েছিলেন মন্ত্রী ভিইরিয়া লিমা। সে জন্য অনুরোধ করেছিলেন কেলেরোকে। কেলেরো মাত্র গত সপ্তাহেই দুর্নীতির দায়ে তার মন্ত্রীত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তেমার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু বিষয়টা নিয়ে কেলেরোর সঙ্গে আলাপ করেছিলেন। এখানে কোনো লেনদেন হয়নি।
অভিযোগকারীরা বলছে, ব্যক্তিগত লেনদেন নিয়ে প্রেসিডেন্টকে কেন কথা বলতে হবে।
দুর্নীতি ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েই গত মে মাসে বরখাস্ত হন প্রেসিডেন্ট দিলমা রউসেফ। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় নিয়েই তেমার ক্ষমতায় এসেছিলেন। তিনি ছিলেন দিলমার ভাইস-প্রেসিডেন্ট। তার সরকারের সময় গত ছয়মাসে এরমধ্যে তিনজন মন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দায়িত্ব থেকে অব্যহতি পান। এই প্রথম তেমারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠল।
সূত্র : বিবিসি