ক্রাইমবার্তা রিপোট:জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার বৈকন্ঠপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ কেজি (আড়াই মণ) গাঁজাসহ বকুল বানু (৪৫) ও তার ছেলে শাহিনুর রহমান (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, আজ শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুর রহমান, এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আতাউর রহমান পালিয়ে যায়। পরে পুলিশ তার স্ত্রী বকুল বানু ও ছেলে শাহিনুর রহমানকে আটক করে তার দেয়া তথ্য মোতাবেক ঘরের মধ্যে চটের বস্তার মধ্যে পলেথিন দিয়ে মোড়ানো ১০০ কেজি (আড়াই মন) গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, বৈকন্ঠপুর গ্রামের মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও তার স্ত্রী বকুল বানু ও ছেলে শাহিনুর রহমান জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …