বিনা বাধায় ছাড়পত্র পেল ‘মায়াবীনি’

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:‘মায়াবীনি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। আকাশ আচার্য্য পরিচালিত এ সিনেমাটি গতকাল ২৪ নভেম্বর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে সেন্সর সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক  বলেন, ‘মায়াবীনি সিনেমাটি আনকাট সেন্সর হয়েছে। রোববার সিনেমাটির ছাড়পত্র হাতে পাব। এরপরে এর মুক্তির তারিখ ঠিক করব।’সাইমন, অমিত হাসান ও আইরিন সুলতানা

 

তিনি আরো বলেন, ‘এটা একটি ভৌতিক গল্পের ওপর নির্মাণ করা হয়েছে। এ ধরনের সিনেমা এর আগে বাংলাদেশে নির্মাণ করা হয়নি। তাই সিনেমাটি দেখে দর্শক আনন্দ পাবে।’চলতি বছরের ৩ জানুয়ারি রাজধানীর পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর বিএফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমাটির দৃশ্যায়ন করা হয়। সাইমন-আইরিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। এ ছাড়া আরো অভিনয় করেছেন- কাজী হায়াৎ, কমলসহ অনেকে।অমিত হাসান বলেন, ‘মায়াবীনি সিনেমায় আমি একজন হিজড়া চরিত্রে অভিনয় করেছি। এতে  আমার নাম থাকে মায়া। প্রথমবার হিজড়া চরিত্রে অভিনয় করেছি। এর মাধ্যমে দর্শক আমাকে নতুনভাবে পাবেন। কাজটিও ভালো হয়েছে। আশা করছি দর্শক সিনেমাটিকে ভালোভাবে নিবেন।’প্রযোজনা প্রতিষ্ঠান এসপি পিকচার্সের এ সিনেমাটির নাম প্রথমে ছিল ‘মায়া’। পরে এর নাম পরিবর্তন করে ‘মায়াবীনি’ করা হয়।

 

 

 

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।