জয়ে টিকে থাকার সম্ভাবনা জাগিয়ে রাখল রাজশাহী

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শেষ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে রাজশাহী কিংস। তারা ১২ রানে হারায় রংপুর রাইডার্সকে। টুর্নামেন্টে এটি রাজশাহীর তৃতীয় জয়। আর এ জয়ে টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল দলটি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সাব্বির-স্যামির রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দলপতি ড্যারেন স্যামির ১৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। দলটির তারকা খেলোয়াড় সাব্বির রহমান ২৪ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৩১ রান। এছাড়া উমর আকমল অপরাজিত ছিলেন ৩৩ রানে।

রংপুরের হয়ে লিয়াম ডওসন ২টি উইকেট নিয়েছেন। আর সোহাগ গাজী, মুক্তার আলী ও আরাফাত সানি একটি করে উইকেট নিয়েছেন।

১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাইমের রংপুর নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান করতে সমর্থ হয়। এর মধ্যে ছিল মোহাম্মদ মিথুনের ৬৪ রান। ৪ ছক্কা ও ৩ চারের বদৌলতে ৩৬ বলেই তার এ সংগ্রহ।

রাজশাহীর হয়ে নাজমুল ইসলাম ২টি, মোহাম্মদ সামি ও সামিত পাটেল নেন ১টি করে উইকেট।

এ ম্যাচে হারলেও ৭ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে রংপুর রাইডার্স। আর এ ম্যাচে জয়ের ফলে রাজশাহীর অবস্থায় দাঁড়িয়েছে ৫-এ।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।