পাবনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

ক্রাইমবার্তা রিপোট:পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় রাইচ মিলে ডাকাতিকালে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ ডাকাত সদস্য নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে আটক করা হয়। শুক্রবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পাবনায় ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ২
র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এএসপি বীনা রানী দাশ জানান, শুক্রবার রাত ৩ টার দিকে দিকে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার বাদশা রাইচ মিলে ট্রাক নিয়ে এসে চাল লুট করছিল ১৫ জনের একদল ডাকাত। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় আধা ঘন্টা গুলি বিনিময়ের পর ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় বড়ইচড়া এলাকা থেকে ২ ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র‌্যাব। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাত সদস্যকে আটক করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন। ঘটনাস্থল থেকে ডাকাতদলের লুট করা ২ ট্রাক চাল এবং দু’টি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাম পরিচয় পেয়ে বিস্তারিত জানানো যাবে।

 

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।