আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি পীরজাদা সৈয়দ ওমর ফারুকে সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্মমহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরী, এলডিপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম, কল্যাণ পার্টির ভাইস চেয়াম্যান সাইদুর রহমান তামান্না, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
গয়েশ্বর রায় বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তাতে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা রয়েছে। কিন্তু সরকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এতেই বোঝা যায়, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না।
তিনি আরো বলেন, ইসি যে অপকর্মগুলো করেছে নারায়ণগঞ্জ নির্বাচন দিয়ে তারা শীতলক্ষ্যা নদীর পানি দিয়ে গোসল করে পূর্ণতা অর্জন করতে চায়। কিন্তু তাতে লাভ হবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, সেনাবাহিনী মোতায়েন থাকলে নির্বাচনে কেউ অপকর্ম করতে পারবে না। সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা রয়েছে। এজন্য মানুষ এখনো সেনাবাহিনীকে শ্রদ্ধা করে। সুষ্টু নির্বাচন হলে আওয়ামী লীগ কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা খালেদা জিয়ার এই প্রস্তাবের বিরোধীতা করছে। আগামীতে সুষ্টু নির্বাচন হলে বিএনপি নয় আওয়ামী লীগই নির্বাচন বয়কট করবে। সেদিন আর বেশি দূরে নয়।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। তারা (আওয়ামী লীগ) মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। তাই জনগণ এখন নির্বাচন চায়। আর সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন।
মুজিবুর রহমান সারোয়ার বলেন, আওয়ামী লীগ আজ ইতিহাস বিকৃত করছে। তারা স্বাধীনতা এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে।
আবু নাসের রহমতুল্লাহ বলেন, দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এ গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনা ঠিক হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে আমাদের আবারও রাজপথে নামতে হবে।