ক্রাইমবার্তা রিপোট:যশোরে সুমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার টগরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শহরের খালধার রোডের আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।
নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, সুমন হোসেন সেখানে চা পান করছিলেন। দুটি মোটর সাইকেলে করে পলাশ, লিটন, রাব্বী, নাহিদ এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
তবে স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যশোর আসেন। নেতাদের অভিনন্দন জানাতে মিছিলসহকারে সার্কিট হাউজে যাওয়ার জন্য সুমন হোসেনকে ডেকেছিল স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ। কিন্তু সুমন রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিল ওই পক্ষটি। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি-না সেটা এখনই বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আটক করলেই প্রকৃত রহস্য জানা যাবে।