জাতিসংঘকে নিয়ে সম্মিলিতভাবে মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হবে : নজরুল ইসলাম

ক্রাইমবার্তা রিপোট:মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারের গণহত্যা বন্ধ করতে হবে।
13
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশনেত্রী ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সরকারের উদ্দেশ্য নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের হত্যার বিষয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। আর এদিকে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশের আশ্রয় দিচ্ছেন না। আমরা তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে বলছি না, তাদের আশ্রয় দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে ফেরত পাঠান।

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এখনও হয়নি দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বির্তক রয়েছে। আজ পর্যন্ত কেউ এর হিসাব করেনি। লন্ডনের সাংবাদিকদের এক প্রশ্নে বঙ্গবন্ধু আনমানিকভাবে ৩০ লক্ষ বলেছিলেন।

আওয়ামী লীগ বিএনপিকে প্রতিদ্বন্ধি নয় রাজনৈতিক শক্র মনে করে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম বশিরউদ্দিনের সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।