ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:মার্কিন নির্বাচনে অংশ নেওয়া গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের ভোট পুন:গণনার আহ্বানে এবার যোগ দিচ্ছে হিলারি শিবিরও। হিলারির প্রচারণা দলের এক আইনজীবি বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে এ ঘোষণা দেয়। তিনি বলেন, এটা খুব প্রয়োজন যে, ভোট পুন:গণনায় জিল স্টেইনের প্রতি আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া।
তবে, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার উদ্যোগকে ‘ফাজলামী’ (স্ক্যাম) বলে অভিহিত করলেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এই পুন:গণনার ঘটনা ঘটতে যাচ্ছে জিল স্টেইনের ইচ্ছা অনুযায়ী, যিনি গৃহিত ভোটের ১ শতাংশেরও কম পেয়েছেন। এমনকি অনেক রাজ্যের ব্যালটে প্রার্থী হিসেবে তার নামও ছিল না। নগদ অর্থ কামানোর অভিপ্রায়ে বিপুল অর্থ সংগ্রহ করছেন, যার কিয়দংশও ব্যয় করবেন না এই উদ্ভট প্রক্রিয়ায়।’
ট্রাম্পের অভিযোগ প্রসঙ্গে গ্রীন পার্টির স্টেইন সিএনএনকে বলেছেন, ‘তার (ট্রাম্প) জ্ঞাতার্থে জানাচ্ছি যে, সংগৃহিত তহবিল কেবলমাত্র ভোট পুনরায় গণনার জন্যই ব্যয় করা হবে এবং তহবিল গঠনের প্রাক্কালে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’
স্টাইন উল্লেখ করেছেন, ‘অতীতে ট্রাম্প যে খেলা খেলেছেন, তারই পুনরাবৃত্তি ভাবছেন এই পুন:গণনাকে। কারণ তিনি নিজেই বলেছিলেন যে, জয়ী হতে না পারলে ফলাফল মেনে নেবেন না।’
এক টুইট বার্তায় স্টেইন ৩ রাজ্য ছাড়াও আরো কয়েকটি রাজ্যের ভোটও পুনরায় গণনার ইচ্ছা পোষন করেন।
এদিকে, শনিবার সকালে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা দলের আইন বিষয়ক পরামর্শক মার্ক ইলিয়াস বলেছেন, উইসকনসিনের সাথে মিশিগান ও পেনসিলভেনিয়ার মত ব্যাটেল গ্রাউন্ড রাজ্যসমূহের ভোট পুনরায় গণনার পক্ষে তারা অবস্থান নিতে পারেন।
এদিকে, উইসকনসিন ইলেকশন বোর্ডের কর্মকর্তারা জিল স্টেইনের পুনরায় ভোট গণনার আবেদনে সাড়া দিয়েছেন ২৫ নভেম্বর। কারণ, স্টেইন নিশ্চিত হতে চেয়েছেন যে, ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহনকালে কম্পিউটারগুলো হ্যাকিংয়ের শিকার হয়নি।
হিলারি শিবিরের ইলিয়াস ‘মিডিয়াম’ ওয়েবসাইটে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ‘ভোটিং সিস্টেম কোন ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। আর তাই আমরা পুন:গননার পথে যাইনি।’
‘কিন্তু এখন উইসকনসিনে পুনরায় গণনার উদ্যোগ নেয়া হয়েছে, আমরা এখন সেই প্রক্রিয়ায় অংশ নিতে চাই এজন্যে যে, আইনগতভাবেই ক্লিনটন ক্যাম্পেইন টিমের সম্পৃক্ত হওয়া উচিত ভোট পুণরায় গণনা কার্যক্রম তদারকির জন্যে।’
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইলেকটোরাল কলেজের ভোটে ট্রাম্প জয়ী হলেও পপুলার ভোট ট্রাম্পের চেয়ে ২০ লাখ বেশী পেয়েছেন হিলারি। এখনও কয়েকটি এলাকার রেজাল্ট চূড়ান্ত হয়নি।
এদিকে, জিল স্টাইন ইতিমধ্যেই ৫.৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন পুনরায় ভোট গণনার জন্যে। ওই ৩ রাজ্যের ভোট পুনরায় গণনার জন্যে প্রয়োজন ৭ মিলিয়ন ডলার। এ অর্থ লাগবে পুনরায় গণনা ছাড়াও আইনগত প্রক্রিয়া অবলম্বনের জন্যে। ২৮ নভেম্বর সোমবার হচ্ছে শেষ সময় পেনসিলভেনিয়া রাজ্যে পুনরায় গণনার আবেদন করার। ৩০ নভেম্বর বুধবারের মধ্যে মিশিগানে আবেদন করতে হবে। পেনসিলভেনিয়ায় হিলারির চেয়ে ৭০ হাজার ১০ ভোট বেশী পেয়েছেন ট্রাম্প। অপরদিকে, মিশিগানে হিলারির চেয়ে ১০ হাজার ৭০৪ ভোট বেশী পেয়েছেন ট্রাম্প। উইসকনসিনে হিলারির চেয়ে ট্রাম্পের ভোট বেশী ২৭ হাজার ২৫৭। এ ৩টি রাজ্যেই যদি হিলারি জয়ী হতে পারেন, তাহলেই নির্বাচনী ফলাফল পাল্টে যাবে এবং সে প্রত্যাশা নিয়েই স্টেইনের আহবানে ব্যাপক সাড়া পড়েছে সমগ্র আমেরিকায়।
দ্য হিল, সিএনএন, ওয়াশিংটন পোস্ট