ক্রাইমবার্তা রিপোট:বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় জেএমবি সদস্য ও পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে অজ্ঞাত (৪২) এক জেএমবি সদস্য নিহত হয়েছে। এ সময়ে পুলিশের ৩ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে দাবী করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, শনিবার ভোররাতে ৭/৮ জনের জেএমবি সদস্য সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। গোপন সংবাদে খবর পেয়ে সদও থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ ভাবে ওই এলাকায় অভিযান চালায়। জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে জেএমবি সদস্যরা পালিয়ে গেলে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময়ে ৪২/৪৫ বয়সের গুলিবিদ্ধ এক জেএমবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময়ে পুলিশের ৩ সদস্য আহত হয় বলে পুলিশ সুপার জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় বাগেরহাট সদর থানায় মামলা দায়েলের প্রস্তুতি চলছে।