ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচন ও ইতিবাচক দুই চরিত্রে দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। তবে এবার নেতিবাচক চরিত্রে নয়, ‘হাজী জিপজল’ হয়ে পর্দায় আসছেন এ অভিনেতা।জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ ‘হাজী ডিপজল’ শিরোনামের সিনেমার চিত্রনাট্য লিখছেন। এ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা নজরুল ইসলাম খান। তবে নজরুল ইসলাম খান এখনো চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘‘কিছুদিন আগে ‘হাজী ডিপজল’ সিনেমা নির্মাণের জন্য আমাকে ডেকেছিলেন ডিপজল সাহেব। এ সিনেমা নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। তবে এখনো চুক্তি পত্রে সাইন করিনি।’এছাড়াও আরো কয়েটি সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে। এ গুলোতেও ডিপজল অভিনয় করবেন। আগামী বছরের শুরুর দিকে এ সব সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে।নানা কারণে গত দুই বছর চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে থাকার পর চলতি বছরের ৮ এপ্রিল মুক্তি পেয়েছে ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ সিনেমাটি।‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি।