ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তবে ‘লড়াই’ বলতে যা বোঝায় তা হলো কই? মিরপুরে অনেকটা একপেশে ম্যাচে শহীদ আফ্রিদির রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে ক্রিস গেইলের চিটাগং ভাইকিংস।রোববার টস জিতে ব্যাট করতে নেমে ধীর ব্যাটিংয়ে ১২৪ রানের পুঁজি পায় রংপুর। চিটাগংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ইনিংসেই খোলসবন্দী ছিলেন নাইম ইসলামের দলের ব্যাটসম্যানরা। ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। দলের সবচেয়ে বড় তারকা আফ্রিদি ১৪ বলে ১৩ রান। জবাব দিতে নেমে ক্রিস গেইল আর অধিনায়ক তামিম ইকবালের ৭০ রানের জুটিতেই ম্যাচ নিজেদের পকেটে পুরো বন্দর নগরীর দলটি। ২৬ বলে ৪০ রান করে আফ্রিদির বলে ফেরার আগে গেইল অবশ্য কিছুটা বিনোদন দিয়েছেন দর্শকদের। ৪টি ছক্কার সাথে হাকিয়েছেন ২টি চার। তবে অপর প্রান্তে তামিম ইকবাল ৪৮ বলে অপরাজিত ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেই ফিরেছেন।
৪ ওভার বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে চিটাগং। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠলো চিটাগং। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় রংপুর চারে।