ক্রাইমবার্তা রিপোট: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় পাচারকারী ও বিজিবির মধ্যে গুলিবিনিময় হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজিবি জানায়, রবিবার ভোরে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরংয়ের আলুগোলা প্রজেক্ট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। জবাবে বিজিবি সদস্যরাও তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে এসব ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক আবু রাশেল সিদ্দিকী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।