ক্রাইমবার্তা রিপোট:মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জীবন বাঁচাতে বাংলাদেশের সীমান্ত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম গণহত্যা-বিশ্ববাসীর নিরবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।গয়েশ্বর বলেন, সবার আগে মানুষ, তারপর ধর্ম। ইশ্বর আগে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তারপর ধর্ম। ফলে কে কোন ধর্মের তা না দেখে আগে মানুষের জীবন বাঁচাতে হবে। আর এর জন্য রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দেশে আপাতত তাদের ঠাই দেওয়ার আহ্বান জানান তিনি।রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তীব্র সমালোচনা বিএনপির এই নেতা বলেন, জাতিসংঘ কেন চুপ? তাদের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। সব দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে সেই সম্পর্ক ঠিক রেখে রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসা উচিত সব দেশকেই।
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …