
রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক বুদু ইসলাম জয়পুরহাট পৌর এলাকার দেবীপুর মহল্লার আব্দুস সালামের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, দেবীপুর মহল্লায় অস্ত্র কেনাবেচা হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। ওই সময় আব্দুস সালামের ছেলে সন্ত্রাসী বুদু ইসলামকে একটি ৭ দশমিক ৬৫ এম এম বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।
তবে ওই সময় ওই বাড়ি থেকে অস্ত্র বেচাকেনার করতে আসা কাউকে পায়নি র্যাব সদস্যরা।
বুদু ইসলামের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে নিশ্চিত করেন এই র্যাব কর্মকর্তা।