ক্রাইমবার্তা রিপোট: জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি কর্মসূচী পালিত হয়েছে। ফলে দিধা বিভক্তি হয়ে পড়েছে জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদকে পুনরাই কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে দলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত দলীয় নেতা-কর্মী ও চেয়ারম্যান মেম্বরা। তারা তাৎক্ষনিক ভাবে রবিবার বিকেলে সাধারন সম্পাদক নজরুল ইসলামের পক্ষে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতা-কর্মীরা। সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ব্যানারে সোমবার বেলা ১২টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজ্জাক পার্কে এসে সমাবেশ করে। এসময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হক চঞ্চলের সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা আ: লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর আ: লীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, নারী নেত্রী শাহনাজ পারভীন মিলি ও কাউন্সিলর জ্যোৎ¯œা আরা প্রমূখ।
পরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহম্মেদ মতবিনিময় করেন। এসময় তিনি বলেন দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে একটি গোষ্টি শেখ হাসিনার দেওয়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে। তারা কোন দিন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হতে পারে না। এ সময় তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে ও অসাম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে রোববার সন্ধ্যায় শহরের নিউমার্কেট সংলগ্ন শহীদ স,ম আলাউদ্দীন চত্বরে জেলা আ: লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামকে প্রার্থীতা প্রত্যাশা করে এবং মুনসুর আহম্মেদ দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে জেলা ছাত্র লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।