‘গেইল আসবেন’, ‘গেইল এসেছেন’_ এ সবই ছিল এতদিনকার খবর। গেইল গতকাল মাঠেও নেমে গেলেন। গায়ে এবার বিপিএলের নতুন জার্সি; ঢাকা, বরিশালের পর চিটাগাং ভাইকিংস। শেরেবাংলা স্টেডিয়ামে গেইলের উপস্থিতিটা হলো এবার ফিল্ডিং দিয়ে। সীমানা দড়ি পার হয়ে মাঠে ঢোকার আগে থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়ে গেল গেইলকে নিয়ে উল্লাস। সাড়া দিয়ে এগিয়েও গেলেন গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা দর্শকদের দিকে। বললেন কথা, হলেন সেলফিবন্দি। পরে ভক্তদের এ শুভেচ্ছার প্রতিদানও দিয়েছেন ব্যাট হাতে। ২ চার ও ৪ ছয়ে ২৬ বলে খেলেছেন ৪০ রানের ঝড়ো ইনিংস বিসিবি
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …