‘এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের নজির নেই’

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের মতো স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির আছে বলে জানা নেই। বিএনপি পরিকল্পিতভাবেই আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়।’19

আজ মঙ্গলবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তারা আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন এটি সরকারের বিষয়, এটি দেশের বিষয়।’

নির্বাচন কমিশনের বিষয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ অনুযায়ী সার্চ কমিটি গঠন করে সে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেছেন। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে বা কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন গঠনের কোনো নজির আছে বলে জানা নেই। এখানে বিএনপি পরিকল্পিতভাবেই আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় বলেই তারা নানা সময় নানা ধরনের কথা বলছে। তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই তাদের মনঃপূত হবে না। একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করলেই বিএনপির কাছে মনঃপূত হতে পারে।’

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কী রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।’ এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।