কাপাসিয়ায় বাসচাপায় যুবক নিহত

গাজীপুর সংবাদদাতা,২৯নবেম্বরঃ গাজীপুরের কাপাসিয়ায় মঙ্গলবার বাসচাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি সড়ক অবরোধ করেছে। নিহতের নাম ইসমাইল হোসেন (৩৫)। সে কাপাসিয়া উপজেলার বেলাসি গ্রামের নূরুল ইসলামের ছেলে।16

কাপাসিয়া থানার এসআই মো. হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার মোটর সাইকেল চালিয়ে সড়কে ওঠার সময় কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় ঢাকাগামী একটি বাস ওই মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী ইসমাইল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

Check Also

অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম: প্রেস সচিব

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শিরোনামের একটি বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য দেন প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।