তোমরা হিন্দু মহল্লাকে দুর্গন্ধ করছ : ধর্ষণের সময় উক্তি

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক মুসলিম তরুণ ও তরুণীর ওপর ধর্ষণ ও নির্যাতনের ভিডিও প্রকাশের পর সারা ভারতজুড়ে ফের শুরু হয়েছে তীব্র সমালোচনা। চরমপন্থী সংগঠন বজরং এর কর্মীরা এ দুই তরুণ তরুণীর ওপর অমানবিক নির্যাতন চালায়। মুসলিম  তরুণীকে ধর্ষণের সময় ধর্ষক ওই নারীকে লক্ষ করে বলতে থাকে ‘তোমরা হিন্দু মহল্লাকে দুর্গন্ধ করছ।’8

টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ধর্ষিতা ওই নারী আদালতকে বলেন, নির্যাতনের পর তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে গণধর্ষণ করা হয়। শুধু ধর্ষণেই এ পশুরা ক্ষান্ত হয়নি তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য গলায় নেটও বেঁধেছিল। ধর্ষিতা ওই নারী বলেন, আমার আজও বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে আছি, কারণ সে সময়ে আমাকে ফাঁসি দিবে বলে তারা আমার গলায় নেট বেঁধেছিল।

ভারতের বলন্দ শহরে ঘটমান ওই ভিডিওটিতে ১০-১২ জনেরও বেশি লোককে এ দুই মুসলিম তরুণ তরুণীর ওপর নির্যাতনের দৃশ্য দেখা যায়।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে  ও অপরাধীদের অচিরেই গ্রেফতার করার কথা জানিয়েছে ।

সূত্র : দৈনিক পাকিস্তান

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।