সোমবার টেলিযোগাযোগ বিভাগ জানায়, সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং আইএসপি’র প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী সন্ধ্যায় বলেন, “যেসব পর্ন ওয়েবসাইট রয়েছে তা কীভাবে বন্ধ ও নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিটিআরসি এই কমিটির নেতৃত্ব দেবে। এই কমিটি পর্ন সাইটগুলো কীভাবে বন্ধ ও নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সুপারিশ দিবে।”
টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “সভায় অনলাইনে পর্ন কনটেন্ট ও ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আগামী সাতদিনের মধ্যে ওই কমিটি পর্নগ্রাফি বন্ধে প্রস্তাবনা তৈরি করবে।”
টেলিযোগাযোগ বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, “বিটিআরসির একজন মহাপরিচালককে প্রধান করে কমিটিতে এনটিএমসি, আইএসপি, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্তর্ভূক্ত করা হয়েছে।”
আইএসপিগুলো পর্ন সাইট ও আপত্তিকর কনটেন্ট বন্ধ করতে পারবে কিনা- সভায় জানতে চাওয়া হলে তাদের পক্ষ থেকে জানানো হয় সাইটগুলো বন্ধ করা সম্ভব। বিটিআরসি নির্দেশ দিলে তারা ব্যবস্থা নেবে।
তবে দেশটির সেন্সর বোর্ড কোনো রকম আপত্তি ছাড়াই ছাড়পত্র দিয়েছে ছবিটির।
এবার সিনেমার চুমুর দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেফিকরে’।
তবে তার আগে সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন নায়ক।
‘বেফিকরে’র প্রচারে একটি কমেডি শোতে গিয়ে যেমন তিনি নির্বিকারভাবে বলে দিলেন, বাণী কাপূরকে চুমু খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। অত উত্তেজনার কিছু ছিল না ব্যাপারটা আমার কাছে!
‘বেফিকরে’র ক্ষেত্রে তিনি যতবার স্ক্রিপ্ট পড়েছেন, তার চেয়ে বেশিবার চুমুর দৃশ্যে অভিনয় করেছেন!
কমেডি শো’এর সঞ্চালকের মতে, রণবীর নিশ্চয়ই এই কারণেই উৎসাহ পেয়েছিলেন ছবিটা করতে! কিন্তু তাকে থামিয়ে রণবীর ব্যাখ্যা করেন, উৎসাহ-উত্তেজনা শব্দগুলো ব্যবহার করা বা়ড়াবাড়ি। তার বেশ একঘেয়েই লেগেছিল ব্যাপারটা!