বাবুলিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন- আর কোন নাশকতা ও জামাত শিবিরের হাতে রক্তাক্ত দেখতে চাইনা সাতক্ষীরার মাটি

ফিরোজ হোসেন : সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের ১০ নং আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরাবাসী শান্তি প্রিয় মানুষ। আর কোন নাশকতা ও জামাত শিবিরের হাতে রক্তাক্ত দেখতে চাইনা সাতক্ষীরার মাটি। এই জেলা দেশের ক্রীড়াঙ্গনে অনেক সুনাম বহন করে চলেছে। এ জেলায় ফুটবল খেলা  অনেক জনপ্রিয়। মাঠের কানায় কানায় দর্শক যেন জনসমুদ্রে পরিনত হয়েছে। এটা তার প্রমাণ মেলে। যুবলীগের এ ধরনের আয়োজন সুস্থ্য যুব সমাজ উপহার দিতে পারে তাই মাদককে না বলুন, ফুটবলকে হ্যা বলুন। 21
উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্যা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান কাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন, ইউছুফ সুলতান মিলন, সামছুর রহমান, অরুন কুমার প্রমুখ। খেলায় ৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায়  নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা টাইবেকারে রুপ নেয়। টাইবেকারে চুপড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে আলিপুর ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারী ছিলেন আসাদুজ্জামান আসাদ। সহকারি রেফারী ছিলেন আব্দুল গফ্ফার। এ সময় অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।
ক্যাপশন : বাবুলিয়ায়  দ্বিতীয় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে চ্রাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।

সাতক্ষীরায় জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬
ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের দুর্দান্ত জয়
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস সেলিনা আফরোজ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনসুর আজাদ, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. সাইফুল ইসলাম, পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জনা মন্ডল, সহকারী কমিশনার বিবি খাদিজা প্রমুখ।
জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর ফাইনাল খেলায় খুলনা জেলা মহিলা ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল জয় লাভ করে। খেলায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় পারভিন সুলতানা ৩টি গোল, একই দলের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় সারাবান ১ টি গোল করে।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথিসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।