মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

ক্রাইমবার্তা রিপোট:মালয়েশিয়ার পোর্ট ডিকসনে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জন ‘অবৈধ অভিবাসীকে’ আটক করেছে দেশটি ইমিগ্রেশন পুলিশ। আটককৃতদের মধ্যে মধ‌্যে ৭৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, তিনজন মিয়ানমার ও একজন নেপালের নাগরিক বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে। গত রোববার পোর্ট ডিকসনের জিমাহ এলাকায় ওই অভিযান চালানো হয়।15

নেগেরি সেম্বাইলান রাজ‌্য ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনি জানিয়েছেন, আটক সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ‌্যে।

তাদের বিরুদ্ধে জাল ভিসা ব‌্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।