আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এ সময় উপস্থিত ছিলেন । প্রতিনিধিদলটির সঙ্গে আছেন ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানরা।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তার বিশেষ প্রতিনিধিদলসহ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) এর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে । সফররত ভারতীয় প্রতিনিধি দলের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার অয়োজন করা হয়েছে।