পাইকগাছার পল্লীতে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে পুষ্পেন্দু নামে এক ব্যক্তি নিহত : আটক- ১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার পল্লীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পুষ্পেন্দু বিকাশ মন্ডল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত পুষ্পেন্দু গড়ইখালী ইউনিয়নের বগুড়ারচক গ্রামের মৃণাল কান্তি মন্ডলের পুত্র। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 14
থানাপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মৃত মৃণাল কান্তি মন্ডলের পুত্র পুষ্পেন্দু বিকাশ মন্ডল পাইকগাছা-কয়রার সীমান্তে সুড়িখালী বাজার থেকে পাতড়াবুনিয়া গ্রামের মধু বাবুর বাড়ীর সামনে পৌছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরী কুপিয়ে রাস্তায় ফেলে রেখে মটরসাইকেলযোগে পালিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যাওয়ার পথে মোঃ শামিম গাজী (৩২) নামে এক যুবকের মটরসাইকেলের চেন কেটে গেলে পাটনিখালী দাইবাড়ীর নিকটে ফেলে রেখে পালিয়ে যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় কয়রা উপজেলার কুশোডাঙ্গা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের সোপর্দ করে। থানা পুলিশ জানিয়েছে, শামিম গাজী এ হত্যাকান্ডের সাথে জড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অনুভা রানী বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে। যার নং- ২১, তাং- ৩০/১১/২০১৬ইং। এ ঘটনায় খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী সকালে থানায় আসেন এবং ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবী জানান ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন, এখনো পর্যন্ত হত্যার রহস্য উৎঘাটন হয়নি, খুব তাড়াতাড়ি এর রহস্য উৎঘাটন হবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।