মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
অবশেষে প্রবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এহাসানের মৃত দেহ ১০ দিন পর গ্রামের বাড়ীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ৩০ নভেম্বর ২০১৬ইং বুধবার যোহর নামাজের পর পর্শ্চিম মেখল ”শাহ রজভীয়া আজিজিয়া ছুন্নিয়া মাদ্রাসা” মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, মরহুম মোঃএহাসানের প্রথম জানাযা নামায শারজাহ সোনাপুর মেডিকেলের নিকটে ২৯/১১/২০১৬ ইং রোজ মঙ্গলবার আছরের নামাযের পর অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে ইমামতি করেন সোনাপুর মসজিদের ইমাম পাকিস্থানের নাগরিক প্রবাসী নাজিম মোহাম্মদ।
আরব আমিরাতের শারজাহতে প্রথম জানাযা নামাযের পরে এয়ার এ্যারাবিয়ার সকালের ফ্লাইট যোগে এহাসানের মৃত দেহ বাংলাদেশে পাঠানো হয় পরে চট্টগ্রামের আর্ন্তজাতিক শাহ আমানত বিমানবন্দর থেকে এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ীতে পৌঁছালে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃস্টি হয়।
উল্লেখ্য এহাসান(৩৫)গত ২০/১১/২০১৬ ইং রবিবার প্রবাসে নিজ শয়ন কক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত এহসান হাটহাজারী উপজেলার পর্শ্চিম মেখল আলী মোল্লা কাজী বাড়ীর মোঃ শফি (প্রকাশ জুনু’ র) সন্তান। মৃত এহসানের ৮ বছর ও ৫ বছরের ২টি কন্যা সন্তান রয়েছে।