হরিণ শিকারে জড়িত অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আটজনকে গ্রেপ্তার

6ক্রাইমবার্তা রিপোট: হরিণ শিকারে জড়িত অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আটজনকে গ্রেপ্তার করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রোল টিম ও কদমতলা বন অফিসের সদস্যরা। গতকাল বুধবার ভোর চারটার দিকে সুন্দরবনের কদমতলা বন অফিস-সংলগ্ন ৫১ নম্বর কম্পার্টমেন্টের আওতায় মালঞ্চ নদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ফাঁদ, চারটি নৌকা ও মাছ ধরা জালসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বন স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চ নদ থেকে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।